নরসিংদীতে মোজাম্মেল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতা গ্রেপ্তার
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | নরসিংদীর হাজীপুরে প্রকাশ্যে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত চালিয়ে মূল আসামি কাউসারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার সকালে নৃশংস এ হত্যাকাণ্ডের পরপরই নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপারের নির্দেশে দ্রুত তদন্তে নামে একটি বিশেষ টিম। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আবু সালেকের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে কাউসারকে আটক করা হয়।
অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর ইলিয়াস হোসেন, সাব-ইন্সপেক্টর ইয়াসিন (পিপিএম), কনস্টেবল বিমল, কনস্টেবল রাজীব ও কনস্টেবল সাইফু।
পিবিআইয়ের নরসিংদী জেলার পুলিশ সুপার জানান—“অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়ে আমরা মূল আসামির অবস্থান শনাক্ত করি। আমরা চাইনি আসামি পালিয়ে যাক কিংবা আলামত নষ্ট হোক, তাই দ্রুত অভিযান চালানো হয়েছে।” তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত থাকেন তিনি।
প্রসঙ্গত, বুধবার সকালেই হাজীপুর এলাকায় দোকানে কাজ করার সময় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়রা দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করেনি পিবিআই।
🔹 নরসিংদীর এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে মাত্র একদিনের ব্যবধানে মূল হোতা গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।