জাতীয় ক্যানসার হাসপাতালে শয্যা সংকট ও মানবিক বিপর্যয় - দিগন্ত জার্নাল

জাতীয় ক্যানসার হাসপাতালে শয্যা সংকট ও মানবিক বিপর্যয়

দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংকট ও অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে জায়গা না পেয়ে অনেক রোগী খোলা আকাশের নিচে তীব্র শীতের মধ্যেই রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

শুক্রবার রাতে ক্যানসার হাসপাতালের ‘ডি’ ব্লকের গেটের সামনে অন্তত ৫০ জন রোগীকে মাদুর পেতে শুয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগই ক্যানসার আক্রান্ত।

নোয়াখালীর রোগী বাকের উদ্দিন জানান, শয্যা না পাওয়ায় গত কয়েকদিন ধরেই বাইরে রাত কাটাতে হচ্ছে। কেমো থেরাপি নিতে ২১ দিন পরপর হাসপাতালে আসতে হয়। শয্যা সংকটের কারণে সিরিয়াল পেতে তাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। অন্য এক নারী রোগী কান্নাজড়িত কণ্ঠে জানান, চিকিৎসার খরচ চালাতে গরু ও মেয়ের গহনা বিক্রি করেছেন।

দালাল চক্র ও দুর্ভোগ: রোগীদের অভিযোগ, হাসপাতালের আনসার ও কর্মচারীরা দালালদের সঙ্গে মিলে ফাঁকা জায়গায় রোগীদের থাকতে বাধা দিচ্ছে। জায়গা খালি রাখতে সেখানে পানি ঢেলে ভিজিয়ে দেওয়া হয়। এ সুযোগে কিছু দালাল প্রতিদিন রুম ভাড়া দিয়ে ব্যবসা চালাচ্ছে।

চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত: হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, ৫০০ শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে ২,০০০ রোগী চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে মাত্র ১২টি শয্যা থাকায় সবাইকে ভর্তি রাখা সম্ভব হয় না। রেডিও থেরাপির মেশিনগুলোও অকেজো হয়ে পড়েছে, যা মেরামতের অপেক্ষায় রয়েছে।

পরিচালক জানান, বেসরকারি সংস্থা “দিগন্ত ক্যানসার ফাউন্ডেশন” ও “আলোক নিবাস” রোগীদের জন্য কম খরচে থাকা ও খাবারের ব্যবস্থা করেছে। তবে জায়গা ও চিকিৎসা সংকট কাটাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ক্যানসার আক্রান্ত রোগীরা দ্রুত শয্যা সংকট সমাধান, মেশিন মেরামত এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

an adbox will go here