দক্ষিণ কোরিয়ায় জাগ্রত কবি ডক্টর মুহিব খানের প্রেরণামূলক আলোচনা - দিগন্ত জার্নাল

দক্ষিণ কোরিয়ায় জাগ্রত কবি ডক্টর মুহিব খানের প্রেরণামূলক আলোচনা

দক্ষিণ কোরিয়ায় জাগ্রত কবি ডক্টর মুহিব খান প্রেরণামূলক আলোচনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | দক্ষিণ কোরিয়ার হোয়াসং বায়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হলো সময়ের আলোকিত জ্ঞানী জাগ্রত কবি ডক্টর মুহিব খান-এর এক প্রেরণাদায়ী আলোচনা। স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা গভীর আগ্রহে অংশ নেন।

আলোচনায় ডক্টর কবি মুহিব খান মানবতা, ইসলাম, দেশপ্রেম ও জাগরণের বার্তা তুলে ধরেন। তাঁর বক্তব্যে প্রবাস জীবনের বাস্তবতা, জাতীয় দায়িত্ববোধ ও আত্মশুদ্ধির আহ্বান প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে আলোড়ন তোলে তাঁর প্রেরণামূলক ভাষণ ও কাব্যিক উচ্চারণ।

an adbox will go here