৫ বছর পর ফের চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫| প্রায় পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্দিষ্ট শহরের মধ্যে সরাসরি বিমান চলাচল অক্টোবরের শেষ দিক থেকে শুরু হবে, যা ২৬ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া শীতকালীন সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ জন্য দুই দেশের বিমান সংস্থার বাণিজ্যিক সিদ্ধান্ত ও কার্যক্রমগত শর্ত পূরণ করতে হবে। মন্ত্রণালয়ের মতে, এ সিদ্ধান্ত জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে সহায়তা করবে। এ ঘোষণার পরপরই ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা-গুয়াংজু রুটে প্রতিদিনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে, যা ২৬ অক্টোবর থেকে শুরু হবে। দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালু হবে। ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্স বলেছেন, এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। ২০২০ সালের মার্চে কোভিড-১৯ এর কারণে ভারত-চীন ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে উত্তেজনার কারণে সরাসরি ফ্লাইট আর চালু হয়নি।