সাক্ষাৎকার অস্বীকার করলেন মির্জা ফখরুল, ছবি দিল ভারতীয় গণমাধ্যম
দিগন্ত জার্নাল ডেস্ক:
বোধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | কলকাতার গণমাধ্যম ‘এই সময়’ প্রকাশিত সাক্ষাৎকারটি নিজের নয় বলে অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একে ফেইক নিউজ উল্লেখ করে বলেছেন, এটি ভুল-বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র।
তবে ওই সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুলের ছবি প্রকাশ করেছে ‘এই সময়’। যদিও শুরুতে সংবাদটিতে অন্য একটি ছবি ব্যবহার করেছিল পত্রিকাটি।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, “এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এমন কাজ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ওই নিউজটা ফেইক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।”

মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, “কোনো রাজনৈতিক নেতা কি এ রকম অবান্তর কথা বলতে পারে? এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।”
‘এই সময়’ পত্রিকাটি ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার’ শিরোনামে ওই সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ দিচ্ছে জামায়াত’, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনার প্রয়োজনীয়তাসহ রাজনীতির নানা ইস্যুতে বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব।
প্রথমে অন্য ছবি দিয়ে সংবাদ প্রকাশ করলেও, সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশে সমালোচনা শুরু হওয়ার পর মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিকের একটি ছবি প্রকাশ করে কলকাতার এই গণমাধ্যম।