ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ - দিগন্ত জার্নাল

ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ

ভারত সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি গাভাই, জুতা নিক্ষেপ, কিশোর রাকেশ, আদালত হামলা, এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক :

সোমবার, ৬ অক্টোবর ২০২৫ | ভারতের সুপ্রিম কোর্টে বিচার চলাকালে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক বয়স্ক ব্যক্তি।

সোমবার সকালে প্রধান বিচারপতির বেঞ্চে প্রথম শুনানি শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শুনানি শুরু হতেই ব্যক্তি ‘ভারত সনাতনের অপমান সহ্য করবে না’ বলে স্লোগান দেন এবং প্রধান বিচারপতির দিকে জুতা ছুড়ে মারেন। সৌভাগ্যক্রমে জুতাটি প্রধান বিচারপতিকে আঘাত করেনি।

নিরাপত্তা সূত্রে জানা যায়, ওই ব্যক্তির কাছে থাকা ‘প্রক্সিমিটি কার্ডে’ নাম লেখা ছিল কিশোর রাকেশ, যা সাধারণত শীর্ষ আদালতের আইনজীবী বা ক্লার্কদের দেওয়া হয়। ঘটনার পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আদালতকক্ষে উপস্থিত আইনজীবীরা জানান, ঘটনাটি ঘটলেও প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে শুনানি চালিয়ে যান।

সম্প্রতি প্রধান বিচারপতি গাভাই সনাতন ধর্মাবলম্বীদের দেবতা বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন।
একটি মামলায় ৭ ফুট উঁচু বিষ্ণু মূর্তি পুনর্নির্মাণের বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তে তিনি মন্তব্য করেছিলেন— “যাও, দেবতাকে নিজে কিছু করে দেখাতে বলো।”
এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

জ্যেষ্ঠ আইনজীবীরা ঘটনাটির বিস্তৃত তদন্ত দাবি করেছেন, এবং বলেছেন— ভারতের সর্বোচ্চ আদালতে এমন আক্রমণ “অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত”।

জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন,

“আদালতের মর্যাদা রক্ষায় প্রধান বিচারপতি গাভাই কোনো বিঘ্ন ছাড়াই বিচারিক কার্যক্রম চালিয়ে গেছেন।”

an adbox will go here