মাছের পানির বিধান: শরীয়তের দৃষ্টিতে পরিষ্কার ধারণা দিলেন শায়খ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.)
ইসলামি ডেস্ক | দিগন্ত জার্নাল
রোববার, ২০ জুলাই ২০২৫ | মাছ বা জলজ প্রাণীর শরীর থেকে নিঃসৃত রক্ত শরীয়তের দৃষ্টিতে প্রবাহিত রক্তের অন্তর্ভুক্ত নয়। ফলে তা নাপাকও নয়। শায়খ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.) এক বর্ণনাভিত্তিক বিশ্লেষণে বলেন, মাছের রক্ত বা মাছ ধোয়া পানিতে অল্প পরিমাণে যা মিশে থাকে, তা যদি কাপড়ে লাগেও, তাহলেও তা অপবিত্র বিবেচিত হবে না।
তিনি বলেন, অনেকেই মাছের বাজারে গিয়ে এমন পরিস্থিতিতে পড়েন, যখন মাছের রক্ত বা মাছ মিশ্রিত পানি কাপড়ে লাগে। এক্ষেত্রে সাধারণত এ ধরনের কাপড়কে নাপাক বলা যাবে না, কারণ শরীয়তের দৃষ্টিতে এটি অপবিত্র নয়। তবে যদি তাতে কোনো অপ্রীতিকর গন্ধ, কাদা বা ময়লা থেকে যায়, তাহলে তা ধুয়ে পরিষ্কার করা উত্তম।
এই বিষয়ে তিনি বিভিন্ন ফিকহগ্রন্থ থেকে দলিল ও তথ্য তুলে ধরেন। তার আলোচনায় উল্লেখ করা হয় যে, ইসলামী ফিকাহের অনেক নির্ভরযোগ্য গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে—মাছের রক্ত প্রবাহিত রক্তের অন্তর্ভুক্ত নয় এবং তা পবিত্র হিসেবেই বিবেচিত।
তথাসূত্র: ১. মুসান্নাফে ইবনে আবী শায়বাহ ২/২০৭৭ ২. হেদায়া ১/৬০ ৩. আল বিনায়া ১/২৮৮-৮৯ ৪. ফাতাওয়া কাযীখান ১/১৯ ৫. আল জাওহারাতুন্নাইয়্যারা ১/১০৬ ৬. মাজমাউল আনহুর ১/৯৫ ৭. ফাতাওয়া হিন্দিয়া ১/৪৬ ৮. আনইনায়ী ১/২০৯ ৯. আল ফিকহুল হানাফী ১/২৫৩
والله أعلم بالصواب